শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: যার গল্প আমাদের দর্শন’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, যে যেই কথাই বলুক, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। আইন করে অন্য কাউকে স্বাধীনতার ঘোষক বানানো যাবে না।
তিনি বলেন, জনগণ যখন যোদ্ধা হয়ে যায়, তখন তার সার্বভৌমত্ব কেউ ক্ষুণ্ন করতে পারে না।
বিএনপির স্থায়ী কমিটি এ সদস্য বলেন, জিয়াউর রহমানের সুদূরপ্রসারী চিন্তার ফল এখনও ভোগ করছে এ দেশের মানুষ।
আরও পড়ুন: সংস্কার দরকার, তবে দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে হবে: ফখরুল
তিনি বলেন, ডান, বাম, মধ্যপন্থি সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলেছিলেন জিয়াউর রহমান।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলেই তরুণ প্রজন্মকে জিয়াউর রহমান সম্পর্কে জানানো সম্ভব হবে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান।