জিয়াউর রহমান ও তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

৩ সপ্তাহ আগে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে চারটায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

এই কর্মসূচির আয়োজন করেন ইন্টারন্যাশনাল গলফার ডা. আফশান আনিস এবং কবি, সাংস্কৃতিক সংগঠক শহীদুল হক সোহেল।

 

মানববন্ধনে শহীদুল হক সোহেল বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে নিয়ে কটূক্তি অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দেশে রাজনৈতিক শিষ্টাচার ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি।’

 

আরও পড়ুন: বিএনপি গণমানুষের দল, দমিয়ে রাখতে পারবেন না: রুমিন ফারহানা

 

ডা. আফশান আনিস বলেন, ‘জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে যেসব অশালীন মন্তব্য করা হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনীতিতে নোংরামি কখনোই ভালো ফল আনে না।’

 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধি জসিম উদ্দিন, মো. রাজেশ, মো. মাসুদ, সানি, আবুল, রাহিম, জিসান, বাচ্চু, জামাল, জুয়েল, মাইনুল, সালাম ও রাসেল প্রমুখ।

 

কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন