জিম্মিদের তালিকা দিল হামাস, ইসরাইলের কারাগারের কাছে রেডক্রসের বাস

২ ঘন্টা আগে
যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ সোমবার আর কিছুক্ষণের মধ্যে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বিনিময়ে ইসরাইলের কারাগারে বন্দি প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল।

সোমবার (১৩ অক্টোবর) আল জাজিরা বলছে, এরইমধ্যে জিম্মিদের নামের তালিক প্রকাশ করেছে হামাস। তালিকা অনুসারে, আজ মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে রয়েছেন এলকানা বোহবোট, মাতান অ্যাংরেস্ট, আভিনাতান ওর, ইয়োসেফ-হাইম ওহানা, অ্যালোন ওহেল, এভিয়াতার দাভুদ, গাই গিলবোয়া-দালাল, রম ব্রাস্লাভস্কি এবং যমজ সন্তান গালি এবং জিভ বারম্যান।

 

আরও আছেন আইতান মোর, সেগেভ কালফন, ম্যাক্সিম হারকিন, আইতান হর্ন, বার কুপারশটাইন, ওমরি মিরান এবং ভাই ডেভিড কুনিও এবং এরিয়েল কুনিও।

 

আরও পড়ুন: আমন্ত্রণ পেয়েও কেন গাজা যুদ্ধবিরতি শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে না ইরান

 

এছাড়া ইসরাইলি সেনা নিমরোদ কোহেন ও মাতান জাঙ্গাউকারও তালিকায় রয়েছেন।

 

এদিকে ফিলিস্তিনি বন্দিদের বহন করতে আন্তর্জাতিক রেকক্রসের (আইসিআরসি) বাসগুলো ইসরাইলের ওফের সামরিক কারাগারে পৌঁছেছে। সেখান থেকে ১০৮ জন ফিলিস্তিনি বন্দিকে অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমে আনা হবে।

 

নেগেভের কটজিওট কারাগার থেকে আরও ১৪২ জন ফিলিস্তিনি বন্দিকে গাজায় অথবা নির্বাসনে যাওয়ার জন্য মুক্তি দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন