জিম্বাবুয়ে সিরিজে মুশতাককে পাচ্ছে না বাংলাদেশ, দায়িত্ব পালন করবেন কে?

৫ দিন আগে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়ে দেশে ফেরার পর আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে অবশেষে মাঠে ফিরতে যাচ্ছে টাইগাররা। চলতি মাসের ২০ তারিখ থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে গতকাল (১৩ এপ্রিল) থেকে শুরু হয়েছে টাইগারদের ক্যাম্প। নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদরা রয়েছেন ক্যাম্পে।  

 

প্রধান কোচ ফিল সিমন্স এবং সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন টাইগার ক্রিকেটারদের প্রস্তুত করছেন। বাকি কোচিং স্টাফরাও যোগ দিয়েছেন দলের সঙ্গে। তবে নেই একজন, তিনি মুশতাক আহমেদ।

 

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজে স্পিন বোলিং কোচ মুশতাককে পাচ্ছে না বাংলাদেশ। বিসিবির একটি সূত্র আজ এই তথ্য জানিয়েছে। মুশতাকের জায়গায় জিম্বাবুয়ে সিরিজে দলের স্পিন বোলিং সামলাবেন দেশি কোচ সোহেল ইসলাম।

 

জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না মিললেও ঘরোয়াতে বেশ সুনাম রয়েছে সোহেলের। বাংলাদেশ জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক পর্যায়ে স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সাবেক এই অফস্পিনারের। 

]]>
সম্পূর্ণ পড়ুন