জিমি কাটারের মরদেহ ডিসিতে নিয়ে আসা হলো

৩ সপ্তাহ আগে
জিমি কাটারের রাষ্ট্রীয় অন্তোষ্টিক্রিয়া, তার জন্মস্থান জর্জিয়ায় পালনের পরে তা ওয়াশিংটন ডিসিতে হতে চলেছে। ৭ জানুয়ারি, মঙ্গলবার। কাটার পরিবার এবং প্রাক্তন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মেমোরিয়ালের পরে একটি মোটর শোভাযাত্রায় জয়েন্ট বেজ এন্ড্রুজে পৌঁছাবেন।  কার্টারের পতাকাবৃত ক্যাস্কেটটি   তার শেষ যাত্রার জন্য একটি ঘোড়ায় টানা কামানের সাথে যুক্ত গাড়িতে স্থানান্তর করা হবে।  কার্টার ছিলেন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি নেভাল একাডেমী স্নাতক। মঙ্গলবার বিকেলে ক্যাপিটল রোটুন্ডায়  কংগ্রেস সদস্যরা কার্টারকে সম্মান জানাবেন। (এপি) 
সম্পূর্ণ পড়ুন