জাহিদ হাসান হাসপাতালে

৩ সপ্তাহ আগে
হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। হঠাৎ করে অসুস্থতা বোধ করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। গতকাল থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন।

জানা গেছে, তিনি ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্ত। তবে এখন শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো আছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেতার স্ত্রী, মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।


তিনি জানান, ঠাণ্ডা লেগে জ্বর আসার পর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন জাহিদ হাসান। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখন তার শরীর আগের চেয়ে অনেকটাই ভালো।


চিকিৎসকের বরাত দিয়ে মৌ বলেন, ‘উনার নিউমোনিয়ার সমস্যা রয়েছে। ঠাণ্ডা থেকেই এমনটা হয়েছে। এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। চিকিৎসক জানিয়েছেন একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যেতে পারব।’

 

আরও পড়ুন: সুবহার লাইফ সাপোর্ট খোলা হবে স্বামীর সিদ্ধান্তে!


ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর পরিচালিত এই ছবিটিতে আরো অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন