সেই যুবক নাইট ক্লাবের মঞ্চে উঠে বিবারের একের পর এক হিট গান গাইতে থাকেন। নিজের গানে মুগ্ধও করেন দর্শককে। কিন্তু উপস্থিত কেউই বুঝতে পারেননি যে মঞ্চের ভদ্রলোক আসল জাস্টিন নন। জানা গেছে, সেই ব্যক্তির নাম ডিলান ডেসক্লোস।
তিনি ‘জাস্টিন বিবার লুক-অ্যালাইক’ বলে নিজের প্রচার করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় আপাতত তিনি ভাইরাল।
আরও পড়ুন: ‘হ্যাপি বার্থ ডে’ গান গাইতে গিয়েই পোশাক বিড়ম্বনায় পড়েন জেনিফার লোপেজ
সূত্রের খবর, শনিবার উইন লাস ভেগাসে এই ঘটনা ঘটে। আয়োজকদের ওই ‘ছদ্মবেশি’ বিশ্বাস করাতে সক্ষম হয়েছিলেন যে তিনিই পপ তারকা।
যতক্ষণে ক্লাব কর্তারা বুঝতে পারেন যে ওই ব্যক্তি আদতে ‘নকল’, ততক্ষণে কয়েকটি গান গেয়েও ফেলেছেন তিনি। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘বেশ অনেকক্ষণ ধরে নানারকমের কৌশল চালানোর পর ওই ‘নকল’ জাস্টিন বিবারকে মঞ্চে প্রবেশাধিকার দেয়া হয়। তবে, যে মুহূর্তে ভুল বোঝাবুঝি স্পষ্ট হয়, সঙ্গে সঙ্গে তাকে ক্লাব থেকে বের করে দেয়া হয় এবং ভবিষ্যতেও প্রবেশের অনুমতি বন্ধ করে দেয়া হয়।’
আরও পড়ুন: বিশ্বসংগীতে ইতিহাস গড়লো বিটিএস!
যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, সাধারণ মানুষও তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। তবে ধরা পড়ার পর তাকে বের করে দেওয়া হয়েছে বলেই খবর। একইসঙ্গে তাকে পুরোপুরি ভাবে ওই নাইট ক্লাব থেকে নিষিদ্ধ করা হয়েছে বলেও জানা যাচ্ছে।
তবে এই ঘটনায় আসল জাস্টিন বিবার এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।
]]>