পুরো ম্যাচে আধিপত্য দেখান জার্মানি প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি। ম্যাচের প্রথম গোল আসে ৭৬ মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বলে নিকো শ্লটারবেকের হেড গোলরক্ষকের পায়ে প্রতিহত হওয়ার পর ফিরতি বল কাছ থেকে জালে জড়ান ফেলিক্স নেমেচা।
আরও পড়ুন: পর্তুগালকে রুখে দিয়ে শেষ আটে ক্রোয়েশিয়া, স্পেনের নাটকীয় জয়
জাল অক্ষত রেখে নির্ধারিত সময় পেরিয়ে জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায় জার্মানরা। ঠিক তখনই, যোগ করা সময়ের নবম মিনিটে তাদের বক্সে ডিফেন্ডার রবিনের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় হাঙ্গেরি। পানেনকা শটে ম্যাচের চিত্রপট বদলে দেন লিভারপুল মিডফিল্ডার সোবোসজলাই।
‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল জার্মানি। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে নেদারল্যান্ডস। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হাঙ্গেরি খেলবে রেলিগেশন প্লে-অফ।