জামিন পেয়েছেন বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি

৬ দিন আগে
জুলাই-অগাস্ট আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় লালমনিরহাটের সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এই আদেশ দেন। তাপসী তাবাসসুম ঊর্মি সকাল ১০টার পর আদালতে আত্মসমর্পণ করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম জানান, ঊর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, ঢাকা মহানগর হাকিম ইমরান আহমেদ এ আদেশ দেন। তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে ৮ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে মামলাটি গ্রহণ করে ২৮ নভেম্বর ঊর্মিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করে। মামলার এজাহারে বলা হয়, ৫ অক্টোবর শহীদ আবু সাঈদ এবং অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন তিনি (ঊর্মি)। তাঁর মন্তব্যের কারণে সরকারে স্থিতিশীলতা নষ্ট হওয়ার এবং সরকারি কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ণ করে জনমনে ভয় সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, লালমনিরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির একটি ফেসবুক পোস্ট নিয়ে অক্টোবরের প্রথম সপ্তাহে ব্যাপক আলোচনা হয়। এর জেরে ৬ অক্টোবর তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং পর দিন ৭ অক্টোবর সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত হয়। তাপসী তাবাসসুম ঊর্মি এক ফেসবুক পোস্টে লিখেছিলেন, “সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! মহাশয়, আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে।” ধারণা করা হয়, ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক মন্তব্য নিয়েই তিনি এই পোস্ট দিয়েছিলেন। ভিওএ সাক্ষাৎকারে ড. ইউনূসকে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মর্যাদা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর দেননি। তিনি ছাত্রদের অভ্যুত্থানের কথা উল্লেখ করেন এবং বলেন “অতীত চলে গেছে।” “প্রথম স্বীকার করতে হবে যে, তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমারা রিসেট বাটন পুশ করেছি। এভরিথিং ইজ গন। অতীত নিশ্চিতভাবে চলে গেছে। এখন নতুন ভঙ্গিতে গড়ে তুলব,” ড. ইউনূস ভিওএ-কে বলেন। অন্তর্বর্তী সরকার নিয়ে এই ফেসবুক পোস্টের জেরেই লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। ৬ অক্টোবর (রবিবার) রাতেই লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে রিলিজ দেওয়া হয় তাপসীকে। তাপসী তাবাসসুম ঊর্মি ৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান এবং ২০২২ সালের ডিসেম্বরে চাকরিতে যোগ দেন।
সম্পূর্ণ পড়ুন