শনিবার (১৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ কথা জানান।
যদিও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছিলেন সব দলকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন: বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল
তিনি বলেছিলেন, ‘আশা করছি সব দলের পক্ষ থেকেই সাড়া মিলবে। আমরা কথাও বলেছি। সব দলের নেতৃস্থানীয় পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।’
আরও পড়ুন: একই আইনে একাত্তরের গণহত্যার বিচার হওয়া জরুরি ছিল: ইশরাক
তবে বিভিন্ন দলের নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে সমাবেশে অংশ নিলেও বিএনপির কোনো নেতা সেখানে যাননি।