জামায়াতের নিজস্ব কোনো এজেন্ডা নেই: ডা. শফিকুর রহমান

২ সপ্তাহ আগে
জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো এজেন্ডা নেই, বরং বিশ্ব নবী (সা.)-এর ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য দলটি সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর মিরপুরের কাফরুলের ইব্রাহিমপুরে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি।


এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম প্রমুখ উপস্থিত ছিলেন।


ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ সব ক্ষমতার মালিক। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং ইচ্ছামতো কেড়েও নেন। তা আমরা জুলাই বিপ্লবে প্রত্যক্ষ করেছি।
 

আরও পড়ুন: গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া জাতি নির্বাচন মানবে না: জামায়াত আমির


তিনি বলেন, ‘জামায়াত দেশ ও জাতির মুক্তি ও কল্যাণের জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা দেশে একটি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। মানুষের কল্যাণ ও মুক্তিই হচ্ছে জামায়াতের রাজনীতির মূলনীতি।’


জামায়াত আমির বলেন, বিশ্বনবী (সা.)-এর ওপর নাজিলকৃত কালামে হাকিমে মানবজীবনের সকল সমস্যার সমাধান দেয়া হয়েছে। তাই আমাদের প্রত্যেককেই বাস্তবজীবনে কোরআনের আদর্শের অনুসারী হয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন