জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বরিশালে আগমন উপলক্ষে ও কর্মী সম্মেলনের সার্বিক প্রস্তুতির বিষয়ে রোববার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় একটি রেস্তোরাঁয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশে শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নয়, জামায়াত ইসলাম একটি চরিত্রের পরিবর্তনের ধারা তৈরি করেছে। ৫৩ বছরে জামায়াত ইসলামের এমপি-মন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত এ ধারায় একদল নিষ্ঠাবান রাজনৈতিক সেবক হিসেবে তৈরি হয়েছে। মানুষকে পরিবর্তন করার জন্য সবাই মিলে যদি আমরা সেই ইতিবাচক ধারা দিতে পারি, তাহলে বাংলাদেশকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না।’
আরও পড়ুন: বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায় জামায়াত: গোলাম পরওয়ার
হেলাল আরও বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের পরে দেশ গঠনের জন্য অনেক কাজ বাকি আছে, অনেক ধরনের পদক্ষেপ বাকি আছে। আমাদের দলগত যে পদক্ষেপগুলো আছে সেগুলো সম্বন্ধে আমিরে জামায়াত বলবেন। আর রাষ্ট্র সরকারের যা দরকার সে ক্ষেত্রে কর্মী হিসেবে রাজনৈতিক ময়দানে ভূমিকা রাখার ক্ষেত্রে আমাদের কী কাজ করতে হবে সে বিষয়ে তিনি বলবেন। বরিশালের ইতিহাসে ২১ জানুয়ারি সব থেকে বড় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন নগরবাসীর একটুু কষ্ট হবে, তবে তাদের কষ্ট লাঘবে আমাদের সর্বোচ্চ উদ্যোগ রয়েছে। তারওপর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’
আরও পড়ুন: এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার: ডা. শফিকুর
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক, বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সম্মেলন বাস্তবায়ন কমিটির অধ্যক্ষ প্রচার ও মিডিয়া বিভাগের আহ্বায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ সাইফুল ইসলাম, মহানগর শুরা সদস্য মোয়াজ্জেম হোসেন হাওলাদার প্রমুখ।