জামায়াতে ইসলামী কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে: নুরুল ইসলাম বুলবুল

২ সপ্তাহ আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছে। আমরা ইনসাফ ও ন্যায়বিচারের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, দলমত, ধর্ম, বর্ণ বা জাতি-গোষ্ঠীর ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না। রাষ্ট্রের কাছে প্রত্যেক নাগরিক সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো বৈষম্য থাকবে না।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, “যুবকরাই জাতির ভবিষ্যৎ। কিন্তু অতীতে যারা ক্ষমতায় ছিল, তারা যুব সমাজকে কেবল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ক্ষমতায় যাওয়ার আগে নানা প্রলোভন দেখিয়ে ক্ষমতায় গিয়ে দুর্নীতি ও চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, যুব সমাজের কল্যাণে কিছুই করেনি। বরং তাদের হাতে তুলে দিয়েছে মাদক ও অস্ত্র।”

 

বুলবুল বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও রাষ্ট্র যুব সমাজের জন্য তেমন কিছু করতে না পারলেও, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে যুবকরাই ছিলেন অগ্রভাগে। ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে চব্বিশের জুলাই আন্দোলন সবখানেই যুব সমাজের রক্তে লেখা হয়েছে ইতিহাস।”

 

আরও পড়ুন: ইইউ ডেপুটি চিফের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

 

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীর প্রস্তাবিত ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের বিচার’ এবং ‘স্বৈরাচারের দোসর ১৪ দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধকরণ’ এই ৫ দফা দাবি হলো কৃষক, শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষের দাবি। এই দাবিগুলো বাস্তবায়ন হলে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং কোনো দল বা সরকার আর জনগণকে শোষণ করতে পারবে না।”

 

তিনি আরও যোগ করেন, “আমীরে জামায়াত ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষাজীবন শেষে সার্টিফিকেটের পাশাপাশি চাকরির নিশ্চয়তাও দেওয়া হবে। কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব শূন্যের কোটায় নামিয়ে আনা হবে।”

 

দেবীনগর ইউনিয়ন জামায়াত সভাপতি গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. মোখলেশুর রহমান এবং সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম। সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন