জামায়াত আমির এখন কেমন আছেন?

৩ সপ্তাহ আগে
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তৃতা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াত আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা এখন বেশ ভালো। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় সময় সংবাদকে এ তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।


তিনি বলেন, ‘আমিরে জামায়াত আপাতত সুস্থ আছেন। একটি হাসপাতালে চিকিৎসাধীন। প্রেশার ও সুগার স্বাভাবিক আছে। হাসপাতালে চেকআপ চলছে।’
 

আরও পড়ুন: জাতীয় সমাবেশে জামায়াত আমির /আমরা চাঁদা নেব না, নিতেও দেব না


জামায়াত আমিরের স্বাস্থ্যের অবস্থা নিয়ে রাতে একটি স্টেটমেন্ট দেয়া হবে বলেও জানান তিনি।

 

রাত সাড়ে ৮টার দিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সময় সংবাদকে বলেন, তিনি এখন শারীরিকভাবে সুস্থ। আশা করা যাচ্ছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাসায় ফিরে যেতে পারবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন