জামালপুরে ভিজিএফের চাল জব্দ, আটক ২

৪ সপ্তাহ আগে
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাজলাপাড়া গ্রামে যৌথবাহিনীর অভিযানে ২০ বস্তা ভিজিএফ চাল জব্দ করা হয়েছে।

বুধবার (৪ জুন) রাত সাড়ে ৯ টার দিকে অভিযানে দুলাল মিয়া (৫০) ও জহুরুল (১৯) নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের ঘর থেকে মজুদ করা ভিজিএফের ২০ বস্তা চাল জব্দ করা হয়।


অপর এক অভিযানে জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদ উপলক্ষে হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ২ হাজার ৬২৫ কেজি চাল জব্দ করেছে যৌথবাহিনী।  


গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলপাড়া এলাকায় জনৈক অন্তর মিয়া (৩৫) ও তজু মিয়ার (৩২) বাড়িতে সেনা ও পুলিশের যৌথ অভিযানে এ চাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। অন্তর মিয়া ওই এলাকার মৃত গফুর আলীর ছেলে ও তজু মিয়া মৃত তমরউদ্দিনের ছেলে।

আরও পড়ুন: জামালপুরে ভিজিএফ’র ২৬১ বস্তা চাল জব্দ, আটক ৪

স্থানীয়রা ও পুলিশ জানিয়েছেন, বুধবার বিকেল গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে ৫টার দিকে অন্তর ও তজু নামে দুই ব্যাক্তির বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।  এ সময় ঈদ উপলক্ষে হতদরিদ্রের মাঝে বিতরণের জন্য ভিজিএফের চাল জব্দ করা হয়। তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।


চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাসের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেনি।


দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন