জামালপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

২ সপ্তাহ আগে
জামালপুরে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে। নতুন নামকরণে আনন্দ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নামে থাকা ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে সরকার।


তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়।


অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে।


প্রসঙ্গত, বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র হল থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে একত্রিত হয়।


আরও পড়ুন: ১৩ বিশ্ববিদ্যালয় থেকে সরলো শেখ পরিবারের নাম


সিএসই চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ফাহাদ ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট সরকার পতনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেয়া উল্লেখযোগ্য দাবির মধ্যে প্রথম দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন। আমরা চাই আমাদের সব দাবি পূরণ হোক। জ্ঞানের পূর্ণতা রক্ষায় আধুনিক বিশ্ববিদ্যালয় রুপান্তর আমাদের আকাঙ্ক্ষা।’


এছাড়া নাম পরিবর্তনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণামূলক পরিবর্তন যাতে হয় এ দাবি তুলে ধরেন সাধারণ শিক্ষার্থীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন