জামালপুরে নিখোঁজের পরদিন ধান ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

২ সপ্তাহ আগে
জামালপুরে নিখোঁজের একদিন পর ধান ক্ষেত থেকে ইয়ার হোসেন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর মৌলভী পাড়া গ্রামের ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।


মৃত ইয়ার হোসেন মৌলভী পাড়া গ্রামের রিকশা চালক ইসমাইল হোসেনের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে শিশু ইয়ার হোসেন বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ নিখোঁজ হন। রাতভর খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া জায়নি। সোমবার দুপুরে স্থানীয় এক কৃষক ধান ক্ষেতে কাজ করতে গিয়ে শিশুটির মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ মরদেহ  উদ্ধার করে। শিশুর মুখে ও পায়ে রক্তের চিহ্ন রয়েছে। এছাড়াও তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।


আরও পড়ুন: চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার


বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন