শনিবার (১৪ জুন) ভোরে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বালুবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, সদর উপজেলার ঝাউরাম গ্রামের আসাদুজ্জামান আসাদের ছেলে জাহাঙ্গীর আলম একই উপজেলার সৌদিপ্রবাসীর স্ত্রীকে (৩৫) অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতে থাকে। এক পর্যায়ে ২০২৪ সালের ১৪ ডিসেম্বর রাত ১০টায় তার বসতঘরে থাকাবস্থায় জাহাঙ্গীর আলম কৌশলে ঢুকে ধর্ষণ করে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
আরও পড়ুন: দিনাজপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক
বিষয়টি জানাজানি হলে ২০২৫ সালের ১৯ মার্চ তাকে গর্ভপাত ঘটাতে বাধ্য করা হয়। ফলে রক্তক্ষরণে শারীরিক অবস্থার অবনতি হয়। দীর্ঘ চিকিৎসার পর ২০২৫ সালের ১৫ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে ১৮ এপ্রিল জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। উপজেলার বালুবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।