জামায়াত নেতার মামলায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৬ ঘন্টা আগে
হবিগঞ্জের নবীগঞ্জে জামায়াত নেতার মামলার এজাহারভুক্ত আসামি দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাইফুল জাহান চৌধুরী (৫০) নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সন্তোষ দাশ (৪৯) নবীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।


পুলিশ জানায়, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। এ রায়ের প্রতিবাদে নবীগঞ্জে জামায়াতে ইসলামীর মিছিলে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে হামলা, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।


আরও পড়ুন: মায়ার বাড়িতে আগুন দেয়ার ঘটনায় গ্রেফতার ৬, বাকিদের খুঁজছে পুলিশ


দেশের পটপরিবর্তনের পর ঘটনার ১০ বছর পর গত (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মামলাটি দায়ের করে। সদর ইউনিয়নের জামায়াতের সভাপতি শাহ মো. আলাউদ্দিন বাদী হয়ে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


উক্ত মামলায় সাইফুল জাহান চৌধুরীকে দ্বিতীয় ও সন্তোষ দাশকে ১৯ নাম্বার আসামি করা হয়।


আরও পড়ুন: সাবেক এমপি, এসপি, ওসিসহ ৯৯ জনের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা


বুধবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে সন্তোষ দাশকে গ্রেফতার করে। পরে রাতে মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুল জাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়।


নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের পৃথক-পৃথকস্থানে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর নেতা মো. আলাউদ্দিনের দায়ের করা মামলার এজাহারভুক্ত ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়। এ মামলার অন্যান্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন