জাম পাড়া নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

৩ সপ্তাহ আগে
রাজবাড়ীর পাংশায় গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নে পারকুল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


আহতরা হলেন: বিএনপির হারুন গ্রুপের কসবামাজাইল ইউনিয়নের পারকুল গ্রামের মৃত মোজাহার সরদারের ছেলে মোস্তফা সরদার ও নজরুল সরদার, মকবুল সরদারের ছেলে রতন সরদার (৪০) এবং সাবু গ্রুপের মনদেব মণ্ডলের ছেলে পিন্টু মণ্ডল (৪৫) ও বড় বাংলাট গ্রামের মোতালেবের ছেলে রবিউল ইসলাম (৪৫)।


স্থানীয় সূত্রে জানা যায়, পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের পারকুল গ্রামের তালেব মণ্ডলের গাছ থেকে জাম পাড়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হারুন গ্রুপের সমর্থক মো. মুক্তি মণ্ডলসহ ১০-১২ জন এবং সাবু গ্রুপের সমর্থক মো. টিক্কা মণ্ডলসহ ৮-১০ জন সংঘর্ষে জড়ায়। এই সংঘর্ষে দুই গ্রুপের মোট পাঁচজন আহত হন। আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে মো. রবিউলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় শসা চুরি নিয়ে সংঘর্ষ, নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত


পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘ওই এলাকায় আজ সকালের দিকে প্রথমে গাছ থেকে জাম পাড়া নিয়ে ঝামেলার সৃষ্টি হয়। পরে স্থানীয় দুগ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় দুই গ্রুপের পাঁচজন ব্যক্তি আহত হন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন