জাবির ৪২তম সিনেট অধিবেশন ছাড়তে বাধ্য হলেন তিন শিক্ষক

১ সপ্তাহে আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম বার্ষিক সিনেট অধিবেশন শুরু হওয়ার আগ মুহূর্তেই শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। সিনেট হলে প্রবেশ করা ‘আওয়ামীপন্থি’ তিন শিক্ষককে সভাস্থল ত্যাগ করতে বাধ্য করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শনিবার (২৮ জুন) পূর্বঘোষিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হওয়ার আগে এ ঘটনা ঘটে।  


এ সময় সিনেট ভবনের বাইরে অবস্থান নেয়া শিক্ষার্থীরা একযোগে স্লোগান দিতে থাকেন— ‘আওয়ামী লীগের ঠিকানা এই সিনেটে হবে না’, ‘আওয়ামী লীগের দোসরেরা হুঁশিয়ার, সাবধান’ ইত্যাদি। তারা দেয়ালে পেস্ট করেন নানা প্রতিবাদী পোস্টার, বিক্ষোভ প্রদর্শন করেন আওয়ামী সরকারের মদদপুষ্ট শিক্ষকদের সিনেট সভায় উপস্থিত থাকার বিরুদ্ধে।


আরও পড়ুন: জাবি ছাত্র ইউনিয়নে ইমন সভাপতি, তানজিম সাধারণ সম্পাদক


জানা গেছে, দুপুরের দিকে ‘আওয়ামীপন্থী’ হিসেবে পরিচিত নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মো. শফিক-উর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাস সিনেট হলে প্রবেশ করলে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এর পরপরই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্রদল ও ছাত্রশিবিরসহ সাধারণ শিক্ষার্থীরা সিনেট ভবনের নিচে অবস্থান নেন।


অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত তিন শিক্ষক সিনেট অধিবেশন শুরুর আগেই হলে উপস্থিত থাকা সত্ত্বেও স্থান ত্যাগ করেন।


শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন