বৃহস্পতিবার (২৭ জুন) জাহাঙ্গীরনগর টিএসসি কনফারেন্স রুমে ইউনিয়ন জাবি সংসদের ৩৩ তম কাউন্সিলের মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।
৩৩তম এ কাউন্সিলে ইউনিয়ন ছাত্র সংসদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল মানবো না বাধা মানবো না ক্ষতি, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি। এই স্লোগানকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত কমিটি আগামীতে ক্যাম্পাসে নেতৃত্ব দেবার অদম্য সাহস যোগাবে এমনটি প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের।
আরও পড়ুন: সাম্য হত্যায় ভিন্ন রাজনৈতিক স্বার্থ আছে কি না তদন্তের দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সভাপতিত্বে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ছাত্র সংসদের নতুন কমিটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।