জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় মামলা

৩ সপ্তাহ আগে
সিলেটের গোয়াইনঘাটের জাফলং পর্যটন এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে জাফলং বল্লাঘাটে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করার ঘটনায় মামলা হয়েছে। মামলায় নয়জনের নাম উল্লেখ করে আরও শতাধিক মানুষকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রোববার (১৫ জুন) রাতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রফিকুল ইসলাম।

 

তিনি বলেন, সরকারি কাজে বাধা, গাড়ি আটক ও অবরোধের অভিযোগে গোয়াইনঘাট থানার এসআই ওবায়েদ উল্লাহ বাদী হয়ে মামলাটি করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।

 

আরও পড়ুন: জাফলংয়ে দুই উপদেষ্টা গাড়ি আটকে বিক্ষোভ

 

এর আগে শনিবার সকালে জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকে দেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা।

 

তারা বন্ধ থাকা জাফলংসহ সিলেটের পাথর কোয়ারিগুলো চালুর দাবি জানান ও দুই উপদেষ্টার উদ্দেশ্যে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন।

]]>
সম্পূর্ণ পড়ুন