রোববার (১৫ জুন) রাতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, সরকারি কাজে বাধা, গাড়ি আটক ও অবরোধের অভিযোগে গোয়াইনঘাট থানার এসআই ওবায়েদ উল্লাহ বাদী হয়ে মামলাটি করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।
আরও পড়ুন: জাফলংয়ে দুই উপদেষ্টা গাড়ি আটকে বিক্ষোভ
এর আগে শনিবার সকালে জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকে দেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা।
তারা বন্ধ থাকা জাফলংসহ সিলেটের পাথর কোয়ারিগুলো চালুর দাবি জানান ও দুই উপদেষ্টার উদ্দেশ্যে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন।
]]>