রোববার (৩১ আগস্ট) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে এ কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি সেটার পার্থক্য আগে বুঝতে হবে। একটা রাজনৈতিক দল কীভাবে মব করে। একটা নিবন্ধিত রাজনৈতিক দলের কর্মসূচিকে আপনি কীভাবে মব বলবেন।
নুরের ওপর হামলা নিয়ে তিনি বলেন, আমি যতদূর জানি প্রথমে জাতীয় পার্টির দিক থেকে হামলা হয়েছে। জাতীয় পার্টি সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদি। আমরা দেখেছি বিগত সময়ে তারা আওয়ামী লীগের সংসদকে বৈধতা দিয়েছে। তারা ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে একটা কৃত্রিম সংসদ তৈরি করেছে।
আরও পড়ুন: উপদেষ্টা আসিফের সঙ্গে নারীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি: রিউমর স্ক্যানার
তিনি আরও বলেন, আমরা আরেকটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই, এখানে ইনক্লুসিভ নির্বাচনের নামে অনেকেই চাইবে না আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো ধরনের রাজনৈতিক বা গণতান্ত্রিক সেটেলমেন্ট হয়ে যাক। সে জায়গায় থেকে অনেকেই নির্বাচন পেছনোর চেষ্টা করবে। তারা আওয়ামী লীগকে নানা ফরমেটে না আনতে পারলে নির্বাচন বানচালেরও চেষ্টা করবে বলে আমরা ধারণা করি। সরকার এ ধরনের প্রচেষ্টা রুখে দিতে তৎপর।
শক্তিশালী কমিটির মাধ্যমে নুরের ওপর হামলাকারীদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
এদিকে নুরুল হক নুরের শারীরিক অবস্থা উন্নতির দিকে জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জে. মো. আসাদুজ্জামান জানান, নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণসহ ৪টি গুরুতর সমস্যা নিয়ে ভর্তি আছেন নুর। মস্তিষ্কে রক্তক্ষরণসহ অন্যান্য বিষয়ে উন্নতি হচ্ছে।
তিনি জানান, দ্রুত নুরকে আইসিইউ থেকে বেডে নেয়া হবে। ধীরে ধীরে কথা বলতে ও বুঝতে পারছেন তিনি।