বাংলাদেশ ভুটান ম্যাচে খেলা দেখতে আসা সমর্থকদের লম্বা লাইন। তিনটি নিরাপত্তা বলয় পার হওয়ার পর দর্শকরা ঢুকতে পেরেছেন মাঠে। তাতেই অপেক্ষার লাইন হয়েছে আরও দীর্ঘ। তবে যতো বিপত্তি বাধে ভুটান ম্যাচের কিক-অফ হওয়ার পর। একটা সময় লম্বা লাইনে অপেক্ষা করতে থাকা সমর্থকরা স্টেডিয়ামের চার নম্বর গেট ভেঙে ঢুকে পড়েন মাঠে।
আরও পড়ুন: অনুশীলন নেই, রোজা রেখেছেন হামজা
স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র ছাড় না দেয়ার কথা বললেও শেষ পর্যন্ত সমর্থকদের উন্মাদনার কাছে হার মানতে হয় বাফুফেকে। পুরোপুরি ব্যর্থ হয়ে অনেকটা লেজেগোবরে অবস্থা হয় ফেডারেশনের। সেই সুযোগে মাঠে ঢুকে পড়েন টিকেট ছাড়া অনেকেই। চাপ সামাল দিতে না পেরে বন্ধ করে দেয়া হয় স্টেডিয়ামের মূল ফটক।
আর তাতেই বিড়ম্বনায় পড়েন টিকেট কেটে খেলা দেখতে আসা দর্শকরা। দূর দূরান্ত থেকে এসেও খেলা দেখতে পারেননি তারা। যার জন্য বাফুফের অব্যবস্থাপনাকেই দায়ী করলেন ক্ষুব্ধ সমর্থকরা।
আরও পড়ুন: ঘরের মাঠে হামজার অভিষেক ম্যাচে ভুটানকে হারালো বাংলাদেশ
তবে ঝক্কি ঝামেলা পেরিয়ে অনেকেই মাঠে বসে উপভোগ করেছেন খেলা। ম্যাচ শেষে আত্মতৃপ্তি নিয়ে ছেড়েছেন স্টেডিয়াম। হামজা-ফাহামেদুলদের পারফরম্যান্স মন ছুঁয়ে গেছে তাদের।
১০ জুন সিঙ্গাপুর ম্যাচেও সমর্থকদের জয় উপহার দেবেন হামজা-সমিত-ফাহামেদুলরা। সেখানেও হয়তো আধিপত্য বিস্তার করে খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা। তবে সিঙ্গাপুর ম্যাচে ফুটবলারদের পারফরম্যান্সের মতোই বাফুফেকে নজর দিতে হবে তাদের নিরাপত্তা ব্যবস্থায়ও।
]]>