জাতীয় মসজিদে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের জন্য কোরআন খতম ও বিশেষ দোয়া

১ সপ্তাহে আগে
জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের জন্য কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। এতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীসহ সাধারণ মুসল্লীরা উপস্থিত ছিলেন। 

 

মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান।

 

আরও পড়ুন: মক্কা বিজয়ের পর নবীজি যাদের ক্ষমা করেননি


এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্রজনতার রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় বলেও তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন