জাতীয় ব্যাটমিন্টনে সেরা হয়েছেন সোয়াদ ও নাছিমা

৩ সপ্তাহ আগে
জাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককে টানা তৃতীয়বার সেরা হয়েছেন খন্দকার আবদুস সোয়াদ। পল্টনের উডেন ফ্লো জিমনেসিয়ামে শনিবার (১৯ জুলাই) ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষ এককের ফাইনালে আল আমিন জুমারকে ২১-১৪, ২১-৪ গেমে হারিয়েছেন সোয়াদ।

অন্যদিকে নারী এককের ফাইনালে ঊর্মি আক্তারকে ২১-১২, ২১-১৭, ২১-১৭ গেমে হারিয়ে সেরা হয়েছেন নাছিমা। প্রথম সেট জয় দিয়ে শুরু করলেও পরের দুটি সেটে ছন্দ হারান ঊর্মি।

 

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপার আরও কাছে বাংলাদেশের মেয়েরা, সুযোগ আছে নেপালেরও

 

বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে খেলেন নাছিমা। জাতীয় ব্যাডমিন্টনে সেরা হয়ে তার চোখ এখন আন্তর্জাতিক মঞ্চে। 

 

তিনি বলেছেন, ‘প্রথম গেম হারলেও আত্মবিশ্বাস হারাইনি, জানতাম পারব। এখন লক্ষ্য আন্তর্জাতিক সাফল্য। এসএ গেমসে পদক জিততে চাই।’ 

 

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের যুবাদের সিরিজ জয়

 

পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে নাঈম-মিজান জুটি। মহিলা দ্বৈতে বৃষ্টি আক্তারের সাথে জুটি গড়ে সেরা হয়েছেন নাছিমা। পরে তিনি সিফাত উল্লাহ গালিবের সাথে মিশ্র দ্বৈতের পদকও জিতেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন