এদিকে, বিসিবির বিশেষায়িত ব্যাটিং কোচিং কোর্সে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদসহ ঘরোয়া ক্রিকেটে খেলা আরও বেশ কয়েকজন জাতীয় ক্রিকেটার। যা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন প্রেসিডেন্ট। আশা, আগামীতে নারী ক্রিকেটারদেরকেও পাওয়া যাবে কোচিং কোর্সগুলোতে।
একটা দেশের ক্রিকেট কাঠামো বদলে ফেলতে চান। অ্যাশলে রসের কথাগুলো মেনে চললেই হবে। খুব কঠিন কিছু কিন্তু নয়; ধৈর্য্য, সিস্টেম, স্ট্রাকচার এবং ভালো কোচিং পদ্ধতি, এসবের সম্মিলনে চাইলে বদলে ফেলা যায় ক্রিকেটকে। আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেটে ফিরে আসার পর থেকেই জোর দিয়েছেন সিস্টেম এবং স্ট্রাকচারগুলোকে বদলে ফেলার। এবার সে ধারাবাহিকতায় শুরু হয়েছে দেশীয় কোচদের জন্য উন্নত প্রশিক্ষণ কোর্স। যাতে আইসিসির সার্টিফাইড প্রশিক্ষক হিসেবে আছেন বুলবুল নিজেই। আর তার সঙ্গে দুই বিশ্বখ্যাত কোচিং ইন্সট্রাক্টর অ্যাশলে রস এবং ইয়ান র্যানশ।
বিসিবির আয়োজিত এ কোর্সে এবার চমক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ছাড়াও আছেন মো. আশরাফুল, নাজিমউদ্দিন, মার্শাল আয়ুব, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, মিজানুর রহমান বাবুল, শামসুর রহমান শুভ, তুষার ইমরান, সোহেল ইসলাম, শাহরিয়ার নাফিসের মতো প্রথিতজশা কোচ এবং ক্রিকেটাররা। বুলবুলের আশা, তাদের হাত ধরেই শুরু হবে ক্রিকেটের পরিবর্তন।
তিনি বলেন, ‘রিয়াদ, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ—এরা সবাই প্রতিষ্ঠিত এবং সফল টেস্ট ক্রিকেটার। আমি একটি ছোট্ট হিসাব দিই, যদি তারা আন্তর্জাতিক পর্যায়ে খেলেও কোচিং অভিজ্ঞতা শূন্য থাকে, তাহলে তো তারা কোচ হতে পারবেন না। কিন্তু যখন তারা অনেক উচ্চমানের কোচিং কোর্স গ্রহণ করবেন এবং তাদের খেলার অভিজ্ঞতার সঙ্গে সেটি একত্রিত করবেন, তখন সেই সমন্বয় পৃথিবীতে খুবই বিরল হবে। বিশ্বমানের কোচ হওয়ার জন্য আমার কাছে মনে হয় এটা প্রথম পদক্ষেপ।’
আরও পড়ুন: এশিয়া কাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন পাইলট
ক্রিকেটার থেকে কোচ হওয়া নতুন কোনো ট্রেন্ড নয়। ইদানিং তো মাঠের খেলা থেকে অবসর নেয়ার আগেই কোচিং কোর্স শেষ করে ফেলেন অনেকে। যার উদাহরণ বিশ্ব ক্রিকেটে ভূরি ভূরি, বাংলাদেশেও আছেন কয়েকজন। বিষয়টিকে এবার আরও বেশি কার্যকর করতে চান আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের ক্রিকেটারদের লেভেল-টু কোর্স করা বাধ্যতামূলর করতে যাচ্ছেন বিসিবি বস।
তিনি বলেন, ‘আমরা জাতীয় দলে ক্রিকেটারদের লেভেল টু কোচ বানাব। যাতে কোচের জন্য তাদের অপেক্ষা করতে না হয়। নিজেরাই নিজেদের ছোট ছোট সমস্যাগুলো সমাধান করবে।’
এবারের কর্মশালায় ছিল না নারী ক্রিকেটারদের অংশগ্রহণ। বিষয়টিতে অবশ্য হতাশ নন বুলবুল। তার আশা, আগামীতে নারীদেরও দেখা যাবে এই প্যানেলে।
আরও পড়ুন: দীর্ঘ ১৫ বছর পর মিরপুর থেকে সরিয়ে দেওয়া হলো গামিনীকে
বিশেষায়িত এই ব্যাটিং কোচিং কোর্স চলবে শুক্রবার পর্যন্ত। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে লেভেল-থ্রি কোচিং কোর্স।
]]>