মঙ্গলবার (৫ আগস্ট) গুলশান-২ এর ৪৪ নম্বর রোডের ১২১ নম্বর বাড়ির হলরুমে দলটির প্রেসিডিয়াম সভায় দলটির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।
ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালতের এক আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করে প্রেসিডিয়াম সভা।
একইসঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জি এম কাদেরের সিদ্ধান্তে বিনা নোটিশে বহিষ্কৃত নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্ব-স্ব পদে পুনর্বহাল করা হয়। এদের মধ্যে রয়েছেন-অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা ও শফিকুল ইসলাম সেন্টু।
সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এতে আরও উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা, নাজমা আক্তার, মেজর (অবসরপ্রাপ্ত) রানা মো. সোহেল, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূঁইয়া ও আরিফুর রহমান খান।
আরও পড়ুন: ২০২৪ সালে জাতীয় পার্টির আয় আড়াই কোটি টাকা
দেশ ও বিদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ফখরুল ইমাম, লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মাসুদ উদ্দিন চৌধুরী, সৈয়দ দিদার বখত, একেএম সেলিম ওসমান, নাছির উদ্দিন মাহমুদ, জহিরুল আলম রুবেল ও আমিনুল ইসলাম ঝন্টু।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক বিষয়সহ আগামী দিনের করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সভা আগামী ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।