শুক্রবার (২০ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ডরোথি শিয়ার দেয়া এক ভিডিও প্রকাশ করে আল জাজিরা। সেখানে তার এই বক্তব্য দিতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, ডরোথি শিয়া বলছিলেন, ‘ইসরাইলি সরকারও বিশৃঙ্খলা, সন্ত্রাস এবং দুর্ভোগ ছড়িয়ে দিয়েছে।’ পরে তিনি তার কথা সংশোধন করে বলেন, ‘ইরানের সরকারও বিশৃঙ্খলা, সন্ত্রাস এবং দুর্ভোগ ছড়িয়ে দিয়েছে।’
আরও পড়ুন: আগ্রাসন বন্ধ হলে কূটনীতির পথে ফিরতে প্রস্তুত ইরান: আব্বাস আরাঘচি
এরপর তিনি বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না যে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের উপর হামাসের মারাত্মক আক্রমণের পিছনে ইরান সরকার একটি সহায়ক এবং আদর্শিক শক্তি ছিল। গত বছরও তারা শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে দুবার আক্রমণ করেছিল।’
]]>