শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-অ্যাব আয়োজিত আলোচনায় এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিছু আওয়ামী ফ্যাসিস্ট জুলাই যোদ্ধা নাম ধারণ করে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি প্রকৃত সম্মান জানানোর একমাত্র পথ হলো তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। তবেই তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে।’
জুলাই সনদ স্বাক্ষরকে তিনি বাংলাদেশের ভবিষ্যতের পথনির্দেশক হিসেবে উল্লেখ করে বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
সালাহউদ্দিন অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের সুবিধাভোগী কিছু দল চায় না বিএনপি ক্ষমতায় আসুক।
জুলাই সনদ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বক্তব্যের জন্য সালাহউদ্দিন আহমদকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
 
আরও পড়ুন: জুলাই সনদ স্বাক্ষর জাতির ইতিহাসে স্মরণীয় দিন: সালাহউদ্দিন
এর জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা গণ-অভ্যুত্থানের শক্তি হিসেবে পরিচয় দেন, রাজনৈতিক দল করেছেন, কিন্তু অভিজ্ঞতার অভাবে নানা কথা বলে থাকেন, তাদেরকে রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, ‘আমার বক্তব্যকে অপব্যবহার করা হয়েছে। জুলাই যোদ্ধারা কেন নিজেদের কাঁধে ওই ঘটনার দায় নিচ্ছে? বিশৃঙ্খলার সঙ্গে সত্যিকারের জুলাই যোদ্ধারা যুক্ত থাকতে পারে না।’
উল্লেখ্য, সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সালাহউদ্দিন শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলার প্রসঙ্গ তুলে সাংবাদিকদের বলেছিলেন, ‘যেসব বিশৃঙ্খলা হয়েছে, আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে, এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছুসংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁকফোকরে বিশৃঙ্খলার চেষ্টা করছে। এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না।’
পরে দুপুরে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের ‘দোসর’ বলায় সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে বলেন।

 ১ সপ্তাহে আগে
                        ৩
                        ১ সপ্তাহে আগে
                        ৩
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·