জাকেরকে দিয়েই ওয়ানডেতে ২০০ উইকেট পূর্ণ হয়েছে শামির। মাইলফলকে পৌঁছা পেসার গড়েছেন রেকর্ডও। ২০০ উইকেট নিতে সবচেয়ে কম বল করেছেন তিনি—৫১২৬টি। শামি রেকর্ডটি কেড়ে নিয়েছেন মিচেল স্টার্কের কাছ থেকে। ২৪৪ ওয়ানডে উইকেটের মালিক স্টার্ক ২০০ উইকেট নিয়েছিলেন ৫২৪০ বলে। এরপর আছেন সাকলাইন মুশতাক (৫৪৫১), ব্রেট লি (৫৬৪০), ট্রেন্ট বোল্ট (৫৭৮৩) ও ওয়াকার ইউনিস (৫৮৮৩)।
ম্যাচের হিসাবে দ্রুতগতির ২০০-তেও শামি রেকর্ডে ঢুকেছেন। এটা তার ১০৪তম ওয়ানডে, ১০৪ ম্যাচে ২০০ উইকেট নিয়েছিলেন মুশতাকও। সবচেয়ে কম ম্যাচে ২০০ উইকেট নেওয়ার রেকর্ডটি স্টার্কের—১০২। বোল্ট ১০৭, ব্রেট লি ১১২ ও অ্যালান ডোনাল্ড ১১৭ ম্যাচে ২০০ উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ইতিহাস জাকের-হৃদয়ের
জাকেরের আউটের মাধ্যমে হওয়া আরেকটি রেকর্ড বিরাট কোহলির। এই ম্যাচের আগে ওয়ানডেতে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৫৪টি ক্যাচ ছিল তার। আজ জাকেরের আগে কোহলি নিয়েছেন নাজমুল হোসেন শান্তর ক্যাচ। মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে ওয়ানডেতে তিনি এখন যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ ধরা ভারতীয়।
দুই রেকর্ড গড়ায় পরোক্ষভাবে অবদান রাখা জাকের নিজেও এ ম্যাচে একটি রেকর্ডে ভাগিদার হয়েছেন। ভারতের বোলিং তোপে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর তাওহীদ হৃদয়কে নিয়ে ১৫৪ রানের জুটি গড়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেটে এটা সর্বোচ্চ রানের জুটি। জাকের অবদান রেখেছেন ৬৮ রান করে। তার ১১৪ বলের ইনিংসটিতে ৪টি চারের মার।