বাংলাদেশে কে-ড্রামা (কোরিয়ান ড্রামা) ভক্তদের জন্য দারুণ সুখবর! সারাবিশ্বের দর্শকদের হৃদয় জয় করা কোরিয়ান সুপারহিট সিরিজ ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ এবার আসছে বাংলায়। ভিউজ অ্যান্ড ভিশনসের পরিবেশনায় ১ মে থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে সিরিজটির অফিসিয়াল বাংলা সংস্করণ।
বহু বছর ধরে বাংলাদেশের দর্শকরা ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ নিজেদের ভাষায় দেখার অপেক্ষায় ছিলেন। অবশেষে এর অবসান হচ্ছে।... বিস্তারিত