জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে রোববার (৫ অক্টোবর) বলেছেন, প্রেসিডেন্ট প্রাসাদে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করা বিক্ষোভকারীরা সরকার পতনের চেষ্টা করছিল এবং ইউরোপীয় ইউনিয়ন জর্জিয়ার রাজনীতিতে হস্তক্ষেপ করছে।
স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়লাভ এবং পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ করার পর, রোববার কোবাখিদজে বিরোধী দলের সদস্যদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন: মরক্কো: ‘জেন-জি’ বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ, পুলিশের গাড়িচাপা!
সাংবাদিকদের তিনি বলেন,
ইতোমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে – মূলত সরকার উৎখাত প্রচেষ্টার সংগঠকদের। দেশের প্রধান বিরোধী শক্তিকে আর জর্জিয়ার রাজনীতিতে সক্রিয় থাকতে দেয়া হবে না।
শনিবার স্থানীয় নির্বাচনের দিনে বিশাল বিক্ষোভ প্রদর্শন করে বিরোধীরা। এসময় জর্জিয়ার দাঙ্গা পুলিশ প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বিক্ষোভকারীদের সরাতে পেপার স্প্রে এবং জলকামান ব্যবহার করে। আটক করা হয় পাঁচজন বিক্ষোভকারীকে।
জর্জিয়ার প্রধানমন্ত্রী বলেন, বিক্ষোভ সমাবেশে প্রায় ৭ হাজার মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু ইইউ’র সমর্থন থাকা সত্ত্বেও তাদের ‘সাংবিধানিক ব্যবস্থা উৎখাতের প্রচেষ্টা’ ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: জেন-জি বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
সূত্র: ফ্রান্স টোয়েন্টিফোর