জরিপের ফলাফলের বাস্তবতা আছে এখনকার বাংলাদেশেঃ মাহমুদুর রহমান মান্না

১ সপ্তাহে আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা, এ বিষয়ে অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ, ভয়েস অফ আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে। এ জরিপটির ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। জরিপের ফলাফল নিয়ে অংশীজনদের মন্তব্য ও বিশ্লেষণ ধারাবাহিকভাবে প্রকাশ করছে ভয়েস অফ আমেরিকা বাংলা। মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি ভয়েস অফ আমেরিকা: ভয়েস অফ আমেরিকা বাংলার একটি জরিপের ফলাফলে দেখা যাচ্ছে ৬১ দশমিক ১ শতাংশ মানুষ ১ বছরের মধ্যে নির্বাচন চান আবার ওই একই জরিপের অন্য একটি প্রশ্নের উত্তরে ৬৫ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা চান, অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা দরকার বলে মনে করবে সেই সবগুলো সংস্কার শেষেই নির্বাচন হোক। বিষয়টিকে কিভাবে দেখছেন? মাহমুদুর রহমান মান্নাঃ আমি মনে করি দুইটি ফলাফল মিলেই মানুষের মনোভাব উঠে এসেছে। জরিপের ফলাফলের বাস্তবতা আছে এখনকার বাংলাদেশে। ৬১ শতাংশ মানুষের চাওয়া ঠিক, আবার ৬৫ শতাংশ মানুষের চাওয়া ঠিক। আর সংস্কার তো চলমান বিষয়। আপনি দেশ বা যে কোনো বিষয়, বস্তুর ওপর কাজ করলে সেটার উন্নতি চলমান রাখতে হবে। কাজেই সেটার একবার সংস্কার করলে আর লাগবে না, এটা তো বলা যাবে না। সুতরাং একেবারে সংস্কার শেষ করে ভোট- এর তো কোনো অর্থ হয় না। প্রয়োজনীয় সংস্কার আপনার করতে হবে, সেই সংস্কার কী? একটা ভালো নির্বাচন করতে যা লাগে, যা সকলের কাছে গ্রহণযোগ্য হতে পারে। সেইটুকু করেই ভোট দেওয়া উচিত বলে আমি মনে করি। ভয়েস অফ আমেরিকা: সংখ্যাগরিষ্ঠ ৫৮ দশমিক ৪ শতাংশ মানুষ বিশ্বাস করেন অন্তর্বর্তী সরকার পতিত আওয়ামী লীগ সরকারের তুলনায় অপেক্ষাকৃত ভালোভাবে দেশ চালাচ্ছে, যদিও একটি উল্লেখযোগ্য সংখ্যক ৪০ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় আওয়ামী লীগের চেয়ে খারাপ বা একই রকম করছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী? মাহমুদুর রহমান মান্নাঃ জরিপের এই ফলাফল আমার কাছে একটু বেখাপ্পা লাগে। কারণ আওয়ামী লীগকে ভালো মনে করার কিংবা বলবার মতো মানুষ আমি দেখি না। তারপর আওয়ামী লীগ অনেক বড় ও ঐতিহ্যবাহী দল। অনেকে আছেন, যারা শুধু আওয়ামী লীগ রাজনীতি করেন বলেই এটাকে সমর্থন করবে। তবে, সেটা ৪০ শতাংশ হবে না। কারণ ৪০ শতাংশ তো আওয়ামী লীগ ভোটই পায় না। এখানে আমার প্রশ্ন আছে যে, এরা কারা? যারা ৪০ শতাংশ লোক মনে অন্তর্বর্তী সরকারের চাইতে আওয়ামী লীগ দেশ ভালো পরিচালনা করেছে বলছেন। আর ৫৮ শতাংশ লোক যে বলছে এই সরকার ভালো দেশ পরিচালনা করছে- এর মধ্যে আমি ভুল কিছু দেখি না। ভয়েস অফ আমেরিকা: অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রশাসন ও জনমনে উদ্বেগ সৃষ্টি হতে আমরা দেখেছি। কিন্তু, জরিপের ফলাফলে দেখা যাচ্ছে ৬৩ দশমিক ২ শতাংশ মানুষ মনে করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকার ভালো করছে। এ নিয়ে আপনার মন্তব্য...  মাহমুদুর রহমান মান্নাঃ আওয়ামী লীগের আমলে তো কোনো আইনশৃঙ্খলাই ছিল না। কাজেই তাদের সঙ্গে এই সরকারের ভালো-মন্দের কোনো তুলনাই হতে পারে না। তবে, আইনশৃঙ্খলনা পরিস্থিতি নিয়ে সকলের মধ্যে একটা উদ্বেগ আছে। বিশেষ করে গ্রামে এখনও পুলিশ কোনো কাজ করছে না। সেখানে দখলদারিত্ব বেড়েছে। বিভিন্ন জায়গায় বল প্রয়াগের ঘটনা ঘটছে। কিন্তু সেটা গত ১৫ বছরের তুলনায় এখনও অনেকখানি ভালো। (এই সাক্ষাৎকার নিয়েছেন আদিত্য রিমন।)
সম্পূর্ণ পড়ুন