সোমবার (৯ জুন) রাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে।
তিনি জানান, খলিশাউরা ইউনিয়নের মনার কান্দা গ্রামের চাঁন মিয়ার ভগ্নিপতি ফয়জুল ইসলামের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে সোমবার বিকেলে চাঁন মিয়ার সঙ্গে তার ভাগনেদের বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন চাঁন মিয়া।
আরও পড়ুন: দুর্গাপুরে গৃহবধূসহ তিনজনের অপমৃত্যু
এ সময় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে একজনকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।