বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে দেয়া তাগিদপত্রে এ নির্দেশনা দেয়া হয়।
এতে ১৫ জানুয়ারির মধ্যে সমন্বয়কারী এজেন্সিগুলোকে লিড এজেন্সির ব্যাংক হিসাবে টাকা জমার পাশাপাশি নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।
তাগিদপত্রে বলা হয়, ২০২৬ সালের হজে ৬৩০টি সমন্বয়কারী এজেন্সির ব্যাংক হিসাব থেকে হজযাত্রী প্রতি ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা হিসাবে নির্ধারিত পরিমাণ টাকা লিড এজেন্সির ব্যাংক হিসাবে ৪ জানুয়ারির মধ্যে স্থানান্তর কথা ছিল। তবে কিছু সমন্বয়কারী এজেন্সি এখন পর্যন্ত লিড এজেন্সির ব্যাংক হিসাবে নির্ধারিত পরিমাণ অর্থ জমা দেয়নি। এতে হজযাত্রীদের বিমান টিকিট কেনায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। যা হজ ব্যবস্থাপনা বিঘ্নিত করার আশঙ্কা তৈরি করেছে।
আরও পড়ুন: হজ ফ্লাইট নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
এ অবস্থায় ১৫ জানুয়ারির মধ্যে টাকা স্থানান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে। কোনো সমন্বয়কারী এজেন্সি এই সময়ের মধ্যে টাকা জমা না দিলে লাইসেন্স বাতিলসহ অন্য আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তাগিদপত্রে উল্লেখ করা হয়।

২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·