জমজমের পানি কি দাঁড়িয়ে পান করতে হয়?

২ সপ্তাহ আগে
জমজমের পানি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি। এটি মসজিদে হারামের কাছে অবস্থিত বরকতময় কূপ। পবিত্র কাবা ও এ কূপের মধ্যে দূরত্ব মাত্র ৩৮ গজের। এটি হজরত ইব্রাহিম (আ.)-এর ছেলে ইসমাঈল (আ.)-এর স্মৃতিবিজড়িত কূপ।

হজরত আবু জর (রা.) বর্ণনা করেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি বরকতময়, স্বাদ অন্বেষণকারীর খাদ্য। (মুসলিম, হাদিস: ২৪৭৩)

 

আরেক হাদিসে আয়েশা (রা.) বর্ণনা করেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গে পাত্রে ও মশকে করে জমজমের পানি বহন করতেন। তা অসুস্থদের ওপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন। (তিরমিজি)

 

আরও পড়ুন: নবীজিকে ইহুদি নারীর বিষ প্রয়োগের ঘটনা

 

অনেকে জানতে চান, জমজমের পানি কি দাঁড়িয়ে পান করতে হয়?

 

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, জমজম পানি সাধারণ অবস্থায় দাঁড়িয়ে-বসে দুভাবেই পান করা জায়েজ। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম পানি দাঁড়িয়ে পান করেছেন-এ হাদিসের ভিত্তিতে বহু ফকিহ ও মুহাদ্দিস জমজম পানি দাঁড়িয়ে পান করাকে উত্তম ও আদব বলেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলেন শামসুল আইম্মা হালওয়ানী রহ., শাইখুল ইসলাম খাহারযাদা রাহ. (আলমুহীতুল বুরহানী ১/১৭৯), ইবরাহীম হালাবী রাহ. (শরহুল মুনইয়াহ ৩৬), মোল্লা আলী কারী রাহ. (শরহুশ শামায়েল ১/২৫০)সহ প্রমুখ ফকিহ ও হাদীসবিশারদ।

]]>
সম্পূর্ণ পড়ুন