জমকালো আয়োজনে ঢাকায় রাশিয়ার বিজয় দিবস উদযাপন

৫ দিন আগে
বর্ণাঢ্য আয়োজনে রাজধানী ঢাকায় পালিত হলো রাশিয়ার ৮০তম বিজয় দিবস। রোববার (১১) সন্ধ্যায় লে মেরিডিয়েন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয়ের ঐতিহাসিক দিনটি স্মরণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে রাশিয়ান দূতাবাস এবং মস্কোভিত্তিক পাবলিক ডিপ্লোমেসি সংস্থা ‘রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ’।


আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন এবং রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের সভাপতি মিয়া সাত্তার।


রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মহান দেশপ্রেমিক যুদ্ধে রাশিয়ার আত্মত্যাগের স্মৃতি জাতির ইতিহাসে চিরস্মরণীয়। ইতিহাস বিকৃতি, নাৎসি অপরাধীদের নির্দোষ প্রমাণ কিংবা সোভিয়েত বিজয়ের অবদান খাটো করে দেখা- এসব অনৈতিক প্রবণতা রোধ করা জরুরি।’


রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের সভাপতি মিয়া সাত্তার বলেন, ‘এই বিজয় দিবস শুধু স্মরণ নয়, বরং ইতিহাসের সত্য রক্ষা এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার দায়ভারও মনে করিয়ে দেয়। বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বের সেতুবন্ধন আরও দৃঢ় করতে সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময় বাড়াতে হবে।’


আয়োজনের সাংস্কৃতিক পর্বে রাশিয়ান লোকসংগীত দল ‘ওবরাজ’ এর পরিবেশনা দর্শকদের বিমোহিত করে। রাশিয়ার বিভিন্ন অঞ্চলের লোকনৃত্য ও ব্যালে পরিবেশনার পাশাপাশি ছিল ‘বিজয়ের পথ’ শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনী, যেখানে তুলে ধরা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো।


আরও পড়ুন: রাশিয়ার ৮০তম বিজয় বার্ষিকীতে ধানমন্ডি লেকে স্মৃতি উদ্যান ও স্মারক ফলকের উদ্বোধন


অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, প্রতিবছর ৯ মে রাশিয়া বিজয় দিবস উদযাপন করে। তবে এ বছর ছিল বিশেষ গুরুত্বপূর্ণ- ১৯৪৫ সালের নাৎসি পরাজয়ের ৮০ বছর পূর্তিকে কেন্দ্র করে এই আয়োজন রাশিয়ার জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্মরণ করলো।

]]>
সম্পূর্ণ পড়ুন