জবি ছাত্রদলের ৮ নেতাকে অব্যাহতি

৪ সপ্তাহ আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৮ নেতাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, সাঈদ হাসান ইমন এবং সদস্য মো. রবিউল ইসলাম, জাকির হোসেন রানু, রাকিব হোসেন, ওবায়দুল ইসলাম, আহমেদুল কবীর বাধন ও মেহেদী হাসান মিরাজকে তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো।

 

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

 

আরও পড়ুন: কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ করায় ছাত্রদলের চার নেতাকে শোকজ
 

]]>
সম্পূর্ণ পড়ুন