বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভের আহ্বান জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এ কর্মসূচির ঘোষণা দেন।
চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক ও চাকসু নির্বাচনে ভিপি পদে মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন, নবনির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিকসহ অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জুবায়েদ হত্যার বিচার চাই’, ‘রগ কাটার রাজনীতি চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, ‘জুবায়েদ হোসেনের হত্যাকাণ্ড প্রমাণ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে শিক্ষার্থীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। একজন শিক্ষার্থী টিউশনে গিয়েও যদি হত্যার শিকার হন, তবে এ দেশে নিরাপদ পরিবেশ কোথায়? আমরা দ্রুততম সময়ে জুবায়েদ হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই।’
আরও পড়ুন: জবি শিক্ষার্থী জুবায়েদ খুন: অভিযুক্ত মাহিরসহ গ্রেফতার ৩
চাকসুর নবনির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম দেশে নিরাপত্তা ফিরবে। কিন্তু এখনো আমরা হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হচ্ছি। ঘটনার ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনো মামলা নেয়নি এটা দুঃখজনক ও উদ্বেগজনক।’
চাকসুর ভিপি প্রার্থী ও শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা স্বপ্ন দেখি নিরাপদ ক্যাম্পাসের যে স্বপ্নে ওয়াসিম ও পারভেজ শহীদ হয়েছিলেন। কিন্তু আজ সেই স্বপ্ন আরও দূরে সরে গেছে। সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর কোনো সুষ্ঠু বিচার হয়নি, যা আমাদের গভীরভাবে হতাশ করেছে।’
উল্লেখ্য, গত রোববার রাতে পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো. জুবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। জুবায়েদ বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
]]>
২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·