নিজের ৭০তম জন্মদিন উপলক্ষ্যে পৃথিবীতে ফিরেছেন প্রবীণতম মার্কিন নভোচারী ডন পেটিট। রবিবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক সময় ১টা ২০ মিনিটে কাজাখস্তানে পেটিটকে নিয়ে অবতরণ করে নভোযান সয়ূজ এমএস ২৬। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এই সফরে পেটিটের সঙ্গে আরও ফিরে এসেছেন দুই রুশ নভোচারী অ্যালেক্সেই ওভশিনিন এবং আইভান ওয়াগনার। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে... বিস্তারিত