তিনি বলেন, ‘সেবা প্রদানের জন্য প্রয়োজনে সরকারি কর্মকর্তাদের জনগণের কাছে যেতে হবে। মানুষ যেন সহজে ও সম্মানের সঙ্গে সেবা পায়, সেটাই এখন সময়ের দাবি।’
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালন’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় খুলনা বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
আরও পড়ুন: খুলনায় ভোটার বেড়েছে ৮৫ হাজার, এগিয়ে নারীরা
সিনিয়র সচিব আরও বলেন, ‘সরকারি দফতরের মাধ্যমে দেশের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ হয়। তাই প্রতিটি সরকারি কর্মকর্তার উচিত জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করা। দেশের মানুষই এই রাষ্ট্রের মালিক। যারা সেবা নিতে আসেন, তারা যেন প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।’
তিনি বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মতো ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের সময়ও দেশের সন্তানরা জীবন দিয়েছে। সেই আত্মত্যাগ আমাদের স্মরণে রাখতে হবে এবং নিজেদের ভেতর থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডিআইজি (খুলনা রেঞ্জ) মো. রেজাউল হক।