জনবল সংকটে চালু হয়নি আইসিইউ, সেবাবঞ্চিত মুমূর্ষু রোগীরা

২ সপ্তাহ আগে
সব যন্ত্রপাতি থাকলেও জনবল সংকটে চালু করা যাচ্ছে না চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ১০ বেডের আইসিইউ ইউনিট। দীর্ঘ এক বছর ধরে অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে যন্ত্রগুলো। এতে জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মুমূর্ষু রোগীরা।

কোভিড আক্রান্তদের জরুরি সেবা দিতে ২০২৩ সালের জুনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট স্থাপনের উদ্যোগ নেয়া হয়। সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে স্বাস্থ্য অধিদফতর। তবে এরপর থেকে নিবিড় পরিচর্যা ইউনিটের যন্ত্রগুলো পড়ে আছে হাসপাতালটির সপ্তম তলার একটি কক্ষে।

 

অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে উদ্যোগ সরঞ্জামগুলো। আইসিইউ ইউনিট না থাকায় মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য জরুরি ভাবে নিতে হয় খুলনা ও ঢাকায়। এতে ভোগান্তির সঙ্গে বাড়ছে চিকিৎসা ব্যয়।

 

আরও পড়ুন: নেই দক্ষ জনবল, ভোলা জেনারেল হাসপাতালে অচল আইসিইউ ও আরটিপিসিআর ল্যাব

 

পথেও মৃত্যু হয় অনেক সংকটাপন্ন রোগীর। এদিকে, দেশে নতুন করে করোনা শনাক্ত হওয়ায় জেলায় বাড়ছে আতঙ্ক। দ্রুত আইসিইউ ইউনিটটি চালু দাবি তাদের। তারা বলেন, ১০ শয্যা বিশিষ্ট আইসিউ থাকলেও বিগত ৩-৪ বছরেও চালু হয়নি। পড়ে থাকায় একদিকে নষ্ট হচ্ছে মালামাল, অন্যদিকে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।

 

হাসপাতাল তত্ত্বাবধায়ক বলছেন, প্রয়োজনীয় জনবল না থাকায় চালু করা যাচ্ছে না আইসিইউ ইউনিট। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, আইসিইউতে কোনো লোকবল নেই। তাই এই মুহূর্তে সেটি সচল করতে পারছি না। তবে সরকার সাপোর্ট দিলে খুব শিগগিরই এটি চালু করা সম্ভব।

 

উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন প্রায় ১২শ থেকে ১৫শ রোগী।

]]>
সম্পূর্ণ পড়ুন