জনগণের সেবা করাই এখন প্রধান কাজ, মনোনয়ন জমা দেয়ার পর বাবর

২ সপ্তাহ আগে
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, এখন আমার জনগণের সেবা করাই প্রধান কাজ। আগামী নির্বাচন শান্তিশৃঙ্খলার মাধ্যমে যেন হয়। সেইসাথে কারচুপি যেন না হয় তার জন্য নজর রাখতে। তিনি বলেন সবার আগে বাংলাদেশ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে নেত্রকোনা-৪ (মদন -মোহনগঞ্জ- খালিয়াজুরী) আসনের মনোনয়নপত্র জমা দেয়া শেষে এ কথা বলেন তিনি।

 

এর আগে বাবর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।

 

আরও পড়ুন: মনোনয়ন পাওয়ার পর প্রথম নেত্রকোনায় লুৎফুজ্জামান বাবর

 

উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বাবর। ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় ২০১২ সালের ১৮ মার্চ তারেক রহমানের সঙ্গে বাবরের নামও আসামির তালিকায় যুক্ত হয়।

 

আরও পড়ুন: নেত্রকোনা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী কায়সার কামাল

 

পরে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট তাকে খালাস দেন। ২০২৫ সালের ১৬ জানুয়ারি সব মামলা থেকে খালাস পেয়ে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।  

]]>
সম্পূর্ণ পড়ুন