জনগণের চাওয়ায় ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত: এটিএম মাসুম

২ সপ্তাহ আগে
জনগণের চাওয়ায় আগামী জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে জামায়াত ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি এটিএম মাসুম।

শুক্রবার (২০জুন) বিকেলে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এটিএম মাসুম এসব কথা বলেন।


তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের কারণে যে জঞ্জাল তৈরি হয়েছে, এদেশের মানুষ তা আর চায় না। কোনো জুলুম, অত্যাচার,  হামলা-মামলা চায় না। জনগণ এখন ঐক্যবদ্ধ। গেলো ১০ মাসে জামায়াত জনগণের আস্থা কুড়িয়েছে। জনগণ জামায়াতকে ভোট দিতে চায়। তাদের কথা হচ্ছে অনেক দলকেই দেখা হয়েছে, তবে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। জনগণ জামায়াতের উপর আস্থা রাখতে চায়। এজন্য জনগণের প্রত্যাশায় ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।


সভায় এটিএম মাসুম স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে লক্ষ্মীপুরের ৪টি পৌরসভার মেয়র, ৫টি উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও ৫৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।


আরও পড়ুন: কমিশনের বৈঠকে না আসার কারণ জানালো জামায়াত


জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমদ, সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ, মজলিসে সূরা সদস্য ফারুক হোসেন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন ও মহসিন কবির মুরাদসহ অনেকে।

]]>
সম্পূর্ণ পড়ুন