জনগণের আশা আকাঙ্ক্ষা উপেক্ষা করে কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার: তারেক রহমান

২ সপ্তাহ আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সিদ্ধান্ত জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে চাপিয়ে দেয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিএনপির একটি ইউনিটের কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, "দেশ পরিচালনায় সরকারের অযোগ্যতা পেলে জনগণ তা বরদাশত করবে না।" জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার ও আস্থা গড়ে তুলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। জনগণ নির্ভয়ে,স্বাধীনভাবে ও স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট দিতে এবং তাদের প্রতিনিধি নির্বাচনের প্রত্যাশা করে।" তারেক রহমানের মতে, অন্তর্বর্তীকালীন সরকার যদি জনগণের ন্যূনতম দাবিও পূরণ করতে পারে তবে ষড়যন্ত্রকারীদের সমস্ত অপচেষ্টা বৃথা যাবে। "জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে আমরা যাকেই গণতন্ত্র, উন্নয়ন বা সংস্কার বলি না কেন, এর কোনোটিই টেকসই হবে না," বলেন তারেক রহমান। সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, তাদের দল ইতোমধ্যে রাষ্ট্রের ৩১ দফা সংস্কার প্রস্তাব পেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, এটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি ঐতিহাসিক দলিল।
সম্পূর্ণ পড়ুন