বুধবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে জকসুর ৩৯ কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।
প্রকাশিত ফলাফলে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। তবে ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে দ্বিতীয় দফায় ভোট গণনা শুরু হয়।
আরও পড়ুন: জকসুর ভোট গণণা শুরুর বিষয়ে যা জানালেন নির্বাচন কমিশনার
এর আগে, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে প্রথম দফায় ভোট গণনা শুরু হয়। পরে মেশিনের কারিগরি জনিত ত্রুটির কারণে রাত ৮টা ৫০ মিনিটে ভোট গণনা স্থগিত করা হয়। এই পরিস্থিতিতে প্রার্থীসহ অংশীজনের সঙ্গে আলোচনা করে ওএমআর মেশিনেই ভোট গণনার সিদ্ধান্ত হয়।
নির্বাচনে ভোটার উপস্থিতির হার ৬৬ দশমিক ১৮ শতাংশ।

১ সপ্তাহে আগে
১








Bengali (BD) ·
English (US) ·