‘জংলি’ দেখে কেঁদে বের হচ্ছে দর্শক!

১ সপ্তাহে আগে
ঈদ উৎসবে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নির্মাতা এম রহিমের সিনেমা ‘জংলি’। সিনেমাটি প্রশংসা কুড়াচ্ছে দর্শকমহলে।

দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে জানা যায়, প্রেক্ষাগৃহে সাড়া ফেলেছে ‘জংলি’। দর্শকরা সামাজিক এ সিনেমাটি পছন্দ করেছে।

 

 

‘জংলি’ দেখে নিজের অনুভূতি প্রকাশ করে এক দর্শক বলেন, অনেক সুন্দর হয়েছে এ সিনেমা। কাঁদতে কাঁদতে বের হচ্ছি। এটা আসলে কল্পনার বাইরে ছিল। শিশুশিল্পী নৈরিতার অভিনয় অসাধারণ হয়েছে।

 

আরেক দর্শক বলেন, ‘জংলি’ সিনেমা থেকে অনেক কিছু শেখার আছে। শিশুদের শ্লীলতাহানির বিষয়টি সিনেমায় তুলে ধরা হয়েছে। আমি মনে করি, সবারই এ সিনেমা হলে এসে দেখা উচিত।

 

আরও পড়ুন: ১২০ হলে চলছে শাকিবের ‘বরবাদ’

 

‘জংলি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এ সিনেমায় অভিনেতা একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হন তিনি।

 

আরও পড়ুন: আর কখনও অভিনয়ে দেখা যাবে না সোহেল রানাকে

 

সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী। সিনেমায় গানের সুর  ও সংগীত আয়োজনের দায়িত্ব পালন করেছেন প্রিন্স মাহমুদ।

 

]]>
সম্পূর্ণ পড়ুন