ছেলেবেলার ক্রাশ শ্রদ্ধা, ‘বিগ বস’র মঞ্চে জানালেন আমাল মালিক

১ সপ্তাহে আগে
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ সিজন ১৯’র মঞ্চে নিজের ভালোবাসার কথা প্রকাশ করলেন সংগীতশিল্পী আমাল মালিক। জানালেন, ছোটবেলায় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে গোপনে ভালোবাসতেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এই শোয়ের একটি পর্বে উপস্থিত ছিলেন আমাল। সেখানেই জীবনের লুকিয়ে রাখা ভালোবাসা প্রকাশ করেন তিনি।

 

আমাল বলেন,

এখন শ্রদ্ধা কাপুর বলিউডের অভিনেত্রী। কিন্তু আমি তাকে স্কুল জীবন থেকেই চিনি। তিনি আমার স্কুলের সিনিয়র ছিলেন। আমার ক্রাশ ছিলেন। উনি খুবই ভালো মনের মানুষ।

 

আমাল আরও বলেন,

বর্তমানে সামাজিক মাধ্যমগুলোতে শ্রদ্ধার ভক্তসংখ্যা দেখার মতো। আমিও তার ভক্ত। ‘স্ত্রী’ সিনেমায় একটি অংশে গাড়ি করে এসে সবাইকে প্রহার করতে শুরু করে শ্রদ্ধা। এ দৃশ্য সবার যেমন পছন্দ তেমনি আমারও পছন্দের।

 

আরও পড়ুন: কাশ্মীরে আটকা মাধবন!

 

এরপর নিজের সংগীত জীবনের নানা দিক নিয়ে কথা বলেন এ সংগীতশিল্পী। সংগীতজ্ঞ পরিবারের সদস্য হওয়ায় সে দিকটি নিয়েও ভক্তদের সাথে কথা বলেন তিনি।

 

আরও পড়ুন: ‘বিগ বস ১৯’র পুরো সিজনে থাকছেন না সালমান খান

]]>
সম্পূর্ণ পড়ুন